আলুর ভিতরটা এরকম কেন? এটা কি রোগ?এর প্রতিকার জানালে ভাল হয়
নমস্কার দেবশ্রী দেবী আশা করছি এটি আলু দাদ রোগ।
আচ্ছা এর প্রতিকার কি?
নমস্কার দেবশ্রী দেবী আলু জমিতে দাদ রোগ নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে হবে:-
১)রোগমুক্ত বীজ ব্যবহার করা উচিত।
২)জমিতে বেশী মাত্রায় ইউরিয়ার ব্যবহার কম করতে হবে।
৩)সুষম মাত্রায় সার ব্যবহার করা উচিত।
৪)জমিতে গম বা ডাল জাতীয় ফসল চাষ করা উচিত।
৫)দাদ রোগ নিয়ন্ত্রণের জন্য আলু লাগানোর ৩০-৩৫ দিন পর্যন্ত কোন অবস্থাতেই মাটিতে রসের যেমন ঘাটতি না ঘটে সেদিকে লক্ষ্য রাখা। আলুর ধারণের সময় ৩৫-৫৫ দিন পর্যন্ত পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা উচিত। আলু জমিতে তোলার আগে মাটিতে বেশী রস থাকলে আলু দাদ রোগে আক্রমণ হতে পারে, এ জন্য গাছের বয়স ৭০ দিনের পর সেচ বন্ধ করা উচিত।
ধন্যবাদ!
আলুর দাদ রোগের হাত থেকে মুক্তি পেতে আলু তে চাপান সার দেয়ার সময় বোরন যুক্ত ক্যালসিয়াম নাইট্রেট ,YaraLiva Nitrabor বিঘা প্রতি 10 কেজি হিসেবে প্রয়োগ করলে এই সমস্যা হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ধন্যবাদ!